Friday, March 24, 2023

আসন্ন নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন অভিনেতা Saurav Das

আউটলাইন বাংলা ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে তৃণমূলে যোগ দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস (Saurav Das)। আজ শুক্রবার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন তিনি।

গত কয়েকদিন আগে থেকে গুজন উঠেছিল অভিনেতা সৌরভ দাস (Saurav Das) রাজনীতিতে যোগ দেবেন। তবে সব জল্পনার অবসান ঘটল। তৃণমূলে যোগ দিয়ে আজ সৌরভ বলেন, সবসময় সৎভাবে দলের সমস্ত কাজ করব। মানুষের জন্য কাজ করব। এবং বলেন আজ আমার গর্ববোধ হচ্ছে যে আমার মাথায় দিদির হাত আছে। মাননিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার অনুপ্রেরণা। সবশেষে জয় বাংলা’ স্লোগান দেন তিনি।

অভিনেতা সৌরভ দাস (Saurav Das) এই মুহূর্তে বাংলা ওয়েবসিরিজের পরিচিত মুখ। ‘বয়েই গেল’ বাংলা ধারাবাহিকের মধ্যে দিয়েই সৌরভ দাসের পথ চলা শুরু হয়েছিল। এবং ধীরে ধীরে বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে দর্শকদের ভালবাসা পেয়েছেন। এই অভিনয় প্রসঙ্গে সৌরভ বলেন বাবার ইচ্ছে পূরণ করতেই অভিনয় জগতে আসা। আর এখন রাজনীতিতে এসেছি মানুষের জন্য কাজ করতে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট