World Record: ‘সেলফি’তে Akshay! ছবির প্রচারে নেমে গড়লেন বিশ্ব রেকর্ড..

Outlinebangla: বলিউডের নতুন ছবি ‘সেলফি’ মুক্তি পাওয়ার আগেই নয়া রেকর্ড গড়লেন অক্ষয় কুমার (World Record)। অভিনেতা চিরকালীন তাঁর অনুগামীদের জন্য কিছু না কিছু ভেবে এসেছেন। তবে এবার নতুন ছবি ‘সেলফি’ মুক্তি পাওয়ার আগে অক্ষয় কুমার তাঁর অগণিত ভক্তবৃন্দের জন্য অভিনব কিছু ভাবলেন। আর ওই ভাবনা দিয়েই গড়লেন নয়া রেকর্ড (World Record)।


বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নাম উঠলো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (World Record)। তিনি অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি সেলফি তোলার রেকর্ড গড়লেন। উল্লেখ্য বর্তমানে অক্ষয় ডুবে রয়েছেন তাঁর আগত ছবি ‘সেলফি’ কে নিয়ে। শোনা যাচ্ছে এই ছবির হাত ধরে আরও একবার পর্দায় আসছে “ম্যা খিলাডি তু আনাডি’র মতো গান। এই প্রথম অক্ষয় স্কিন শেয়ার করতে চলেছেন স্বয়ং ইমরান হাসমীর সঙ্গে ফলে অনুরাগীরা আগে থেকেই উত্তেজিত হয়ে পড়েছেন। টাইগার শ্রফ, সালমান খানের মতো অভিনেতাদের সঙ্গে নাচতে দেখা যাবে অক্ষয় কুমারকে।
আরও পড়ুনঃ Raima Sen topless photoshoot: রাইমার টপলেস ফটোশ্যুটে উত্তাল সোশ্যাল মিডিয়া, কি জবাব দিলেন অভিনেত্রী; দেখুন

World Record
World Record: (ছবিঃ সংগৃহীত)

সেলফি তুলে বিশ্ব রেকর্ড গড়লেন Akshay kumar

এই সব কিছুর মধ্যেই গিনিস বুকে (World Record) নাম উঠলো অক্ষয় কুমারের। মাত্র তিন মিনিটে তিনি অনুরাগীদের সঙ্গে সবচেয়ে বেশি সেলফি তুলেছেন। তিনি সরাসরি তার অনুরাগীদের এই খুশির খবর জানালেন মুম্বাইয়ে মিটিং চলাকালীন। সম্প্রতি জানা গেছে মাত্র তিন মিনিটে ১৮৪ টি সেলফি তুলেছেন অক্ষয় কুমার। এর আগে সেলফি তোলার সবচেয়ে বেশি রেকর্ড ছিল জেমস স্মিথের, তিনি তিন মিনিটে ১৬৮ টি সেলফি তুলে রেকর্ড গড়েন। এই রেকর্ড গড়ার আগে ১০৫ টি সেলফি তোলার রেকর্ড গড়েছিলেন হলিউড অভিনেতা ডোয়াইন জনসন। জানা গেছে,অনন্য এই রেকর্ড গড়ার ফলে অক্ষয় কুমার নিজে খুব আপ্লুত।
আরও পড়ুনঃ Sara Ali Khan bold look: কালো বিকিনিতে বোল্ড সারা আলি খান, ঝড় তুললেন নেট দুনিয়ায়

World Record
World Record: (ছবিঃ সংগৃহীত)

World Record

ওয়ার্ল্ড রেকর্ড করার পর তিনি বলেন, ‘আমার ভীষণ ভালো লাগছে যে আমার আগের এমন অতুলনীয় দু-দুটি ওয়ার্ল্ড রেকর্ডকে আমি ভাঙতে পারলাম। এছাড়াও বলেন ভক্তদের সঙ্গে এই খুশির মুহূর্ত ভাগ করতে পেরে আমি ভীষণ আনন্দিত। অনুরাগীদের শ্রদ্ধা জানাতে ভোলেননি অক্ষয় কুমার। তিনি বলেছেন, ‘আজ আমি যা কিছু অর্জন করেছি সবই আমার অনুরাগীদের কারণে’।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস