Homeভাগ্যচক্রকোন ধরনের নারী বিয়ের জন্য শ্রেষ্ঠ,কি বলছে সনাতন শাস্ত্র!

কোন ধরনের নারী বিয়ের জন্য শ্রেষ্ঠ,কি বলছে সনাতন শাস্ত্র!

আউটলাইন বাংলা ডেস্ক: কার সঙ্গে কবে বিয়ে হবে তা হয়তো ভাগ্যে আগে থেকেই লেখা থাকে, সনাতন শাস্ত্র অনুযায়ী সেরকমই বলা হয়। তবে সেই বিয়ে টিকবে কি না তা-ও বলা যায় না। সেই জন্যই আগে থেকে জেনে বুঝে জীবনের এই বড় সিদ্ধান্ত নেওয়া উচিত।

সনাতন শাস্ত্র অনুযায়ী, তিন রাশির মহিলারা সবথেকে বিবাহযোগ্যা, দেখুন সেগুলি-
কর্কট— এই রাশির জাতিকারা খুব আবেগপ্রবণ হন। এঁরা নিঃস্বার্থ ভাবে ভালবাসতে জানেন। এঁরা সঙ্গীর খুশির জন্য সব কিছু ত্যাগ করতে পারেন। এঁরা সর্বাগ্রে রাখেন পরিবারকে। মা হিসেবেও এঁরা খুব উপযুক্ত হন।

মেষ— এঁরা খুব শক্তিশালী মানসিকতার মহিলা হন। নিজের লক্ষ্যে এঁরা থাকেন স্থির। সঙ্গীকে সমস্ত ক্ষেত্রে সমান ভাবে সহযোগিতা করেন এই মহিলারা। এঁদের ছত্রছায়ায় পুরুষরাও দায়িত্বশীল হয়ে উঠতে পারেন। তবে দুর্বল চিত্তের পুরুষ এঁরা পছন্দ করেন না।

সিংহ— এঁরা খুব সৃজনশীল হন। তাই এঁরা চান এঁদের সঙ্গীও তাই হোক। এই রাশির মহিলারা খুব হাসিখুশি হন। এঁদের চপলতাই পুরুষকে আকর্ষণ করে। এঁরা সঙ্গীর প্রতি খুব বিশ্বস্তও হন। তবে সম্পর্কের পাশাপাশি নিজের কাজকেও এঁরা গুরুত্ব দেন। তাই যে পুরুষ নারীর কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে, তাঁরাই সিংহ রাশির জাতিকাদের উপযুক্ত।

এই মুহূর্তে