Saturday, March 6, 2021
Home অফবিট চাণক্য নীতি অনুযায়ী এই সকল প্রাণীর ঘুম কখনোই ভাঙাতে নেই

চাণক্য নীতি অনুযায়ী এই সকল প্রাণীর ঘুম কখনোই ভাঙাতে নেই

আউটলাইন বাংলা ডেস্কঃ চাণক্যের নির্দেশাবলী দীর্ঘদিন থেকে চলে আসা একটি দলিল। প্রাচীনকাল থেকেই প্রচলিত নৈতিক উপদেশাবলী চাণক্য নীতি, অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য। অর্থশাস্ত্রের প্রণেতা বিষ্ণুগুপ্ত এই চাণক্য নীতি প্রচলন করেছিলেন কিনা সে বিষয়ে কিছু বিতর্ক আছে। তবে এই উপদেশ গুলি আজও মানুষের কাছে এবং কর্পোরেট সংস্থার কাছে দারুণভাবে কার্যকরী।

বিভিন্ন বিষয় নিয়ে উপদেশ দেওয়া হয়েছে চাণক্য নীতিতে অনেক ক্ষেত্রে সেগুলি সাবধান বাণী। তার মধ্যে ঘুমন্ত প্রাণী সংক্রান্ত একটি উপদেশ বলা হয়েছে কিছু প্রাণী রয়েছে যাদের ঘুম কখনোই ভাঙাতে নেই।

তাহলে দেখে নিন কি কারণ এবং সেই প্রাণী গুলি কি কি-

১। সিংহের ঘুম কখনো ভাঙ্গাতে নেই, সিংহের ঘুম ভাঙলে আক্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে।
২। সাপকে কখনো জায়গাতে নেই কারণ ঘুম ভাঙলে ছোবল মারতে পারে।
৩। রাজার ঘুম কখনো ভাঙাতে নেই কারন রাজার ঘুম ভাঙলে রাজরোষে পড়ার সম্ভাবনা থাকে।

আরও পড়ুন- বাড়িতে মাঝে মধ্যেই ঢুকে পড়ছে বাদুড়, দেখুন কি ইঙ্গিত দিচ্ছে প্রাচীন সংস্কার

৪। শিশুদের ঘুম ভাঙানো উচিত নয়। কারণ ঘুমের ভিতর শিশুরা বেড়ে ওঠে, যত ঘুমাবে তত বেড়ে উঠবে।
৫। সরীসৃপের ঘুম ভাঙলে অনেক সমস্যা হতে পারে তারা বিরক্ত হতে পারে অনেকে।
৬। সর্বশেষ চাণক্য নীতি অনুযায়ী বোকাদের ঘুমোতে দেওয়াই কাম্য। কারণ বোকারা জেগে থাকলে অনর্থের সম্ভাবনা।

দেখুন অবস্থা আনুজায়ি এগুলি আপনার কোন কাজে আসে কি না।

Most Popular