Homeরঙ্গমঞ্চএবারে করোনা পজিটিভ রির্পোট এল অভিষেকের

এবারে করোনা পজিটিভ রির্পোট এল অভিষেকের

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ এবারে করোনা পজিটিভ রির্পোট এল অভিষেক বচ্চনের। কিছুক্ষণ আগেই অমিতাভ বচ্চনের করোনা পজিটিভ হওয়ার খবর এসেছে। তিনি জানিয়েছিলেন বাড়ির সকলের টেস্ট করানো হয়েছে রিপোর্ট আসার অপেক্ষায়। এবার অভিষেক বচ্চনেরও পজেটিভ রিপোর্ট এলো।

অভিষেক কিছুক্ষণ আগেই তার নিজের টুইটার হ্যান্ডেলে কোভিড -১৯ রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন আমাদের দুজনেরই ( অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের ) মাইল্ড সিমটমস রয়েছে এবং আমরা দুজনেই হসপিটালে ভর্তি হয়েছি। অথরিটি এবং হাসপাতাল কর্তৃপক্ষ, বাড়ির সমস্ত সদস্য দের একথা জানানো হয়েছে। এছাড়া তিনি বলেছেন প্যানিক করার কোনো কারন নেই।

করোনা ভাইরাস অত্যন্ত ছোঁয়াচে সুতরাং বাড়ির বা পাড়া-প্রতিবেশী কারো একজনের পজেটিভ হলে সম্ভাবনা থাকে অন্যান্যদের পজেটিভ হওয়ার। সে ক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। বার বার সাবান দিয়ে হাত ধোন। মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন।

এই মুহূর্তে