Friday, March 31, 2023

খুব শীঘ্রই মোদীর জন্য ভারতে আসছে মিসাইল প্রতিরোধ ব্যবস্থা সহ উচ্চ প্রযুক্তির বিশেষ বিমান

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য আসছে বেয়িং-এর বিশেষ বিমান। এই বিশেষ বিমানটি ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। জানা গিয়েছে এই বিশেষ বিমান দুটি বর্তমানে যুক্তরাষ্ট্রে কাস্টমাইজ করা হচ্ছে। দুটি ৭৭৭-৩০০ বিমান পাঠাচ্ছে বেয়িং। সূত্রে খবর সমস্ত পরিস্থিতি ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই একটি বিমান এসে যাবে। এবং অন্যটি আসবে বছরের শেষের দিকে। এই বিমানের নাম দেওয়া হয়েছে “এয়ার ইন্ডিয়া ওয়ান।“

এই বিশেষ বিমানটিতে কি কি থাকবে জেনে নিনঃ

এই বিশেষ বিমানে থাকছে স্যাটেলাইটের মাধ্যে যোগাযোগ ব্যবস্থা। এছাড়াও থাকছে অডিয়ো-ভিডিয়ো যোগাযোগ ব্যবস্থা। সূত্রে খবর অনুযায়ী এই ব্যবস্থা কখনো হ্যাক করা যাবে না। থাকছে নিজস্ব মিসাইল ডিফেন্স সিস্টেম। এই বিশেষ বিমানে একবার জ্বালানী ভরলে একটানা উড়তে পাড়বে টানা ১৭ ঘণ্টা।

এছাড়াও বিমানের ভেতরে থাকছে একাধিক কেবিন। একটি বড় কন্ফারেন্স হল। সঙ্গে থাকছে দুটি মেডিক্যাল সেন্টার, সাথে সাথে থাকছে অস্ত্রোপচারের ব্যবস্থাও। এই বিমানে থাকছে সেল্ফ প্রোটেকশন স্যুট। এই সেল্ফ প্রোটেকশন স্যুট-এর কাজ হল শত্রুপক্ষের র‍্যাডারকে অনায়াসে জ্যাম করে দেবে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট