Thursday, March 23, 2023

Man Celebrates Buffalo’s Birthday: মোষের জন্মদিন পালন, বিপাকে যুবক

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ মোষের জন্মদিন পালন! কখনো শুনেছেন নাকি? নিশ্চয় অবাক হচ্ছেন। এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে, সম্প্রতি এক ব্যক্তি তাঁর বাড়ির মোষের (Buffalo) জন্মদিন পালন করেছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায়।

তবে কিরণ মহাত্রে (৩০) প্রিয় মোষের (Buffalo) জন্মদিনে করোনা বিধি (Covid Norms) না মেনে চলায় আইনের সম্মুখীন হতে হয়েছে। জানা গিয়েছে গতকাল কিরণ মহাত্রে বিরুদ্ধে মামলা করেছে থানে পুলিশ, এবং অভিযোগে উঠে এসেছে করোনা বিধি না মেনে মোষের জন্মদিন পালন করা।

এ-প্রসঙ্গে একজন পুলিশ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ওই মোষের জন্মদিনের অনুষ্ঠানে যারা যোগ দিয়েছিলন তাঁদের কারোর মুখে মাস্ক ছিল না। সম্প্রতি করোনা সংক্রমণ বাড়লেও তাঁদের কেউই করোনা বিধি মানেনি। তাই ওই ব্যাক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯ ও এবং এপিডেমিক অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। তবে ওই ব্যাক্তিকে এখন গ্রেফতার করা হয়নি।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,909FansLike

সর্বশেষ আপডেট