Friday, March 31, 2023

প্রচুর পরিমান বিস্ফোরক উদ্ধার বীরভূমের মুরারাই এ

নিজস্ব প্রতিবেদনঃ বীরভূমঃ ফের প্রচুর পরিমানে বিস্ফোরক উদ্ধার হল বীরভূমে। ঘটনাটি বীরভূমের মুরারাই থানার অন্তর্গত। গোপন সুত্রে খবর পেয়ে গাড়ি গুলি আটক করেছে মুরারই থানার পুলিশ।

 

আটক বিস্ফোরক ভর্তি গাড়ী গুলির মধ্যে রয়েছে আমোনিয়াম নাইট্রেট বোঝায় দুটি লরি ও জিলেটিন স্টিক ভর্তি একটি পিকআপ ভ্যান । গতকাল রাতে গোপন সুত্রে খবর পেয়ে বীরভূমের মুরারই থানার আম্ভুয়া গ্রামের কাছ এই বিস্ফোরক ভর্তি গাড়ী গুলি আটক করে পুলিশ। ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে মুরারই থানার পুলিশ । তবে কি কাজে এবং কোথায় এই বিস্ফোরক গুলি নিয়ে যাওয়া হচ্ছিল তা জানা যায়নি।

 

lorry birbhumপুলিশ সুত্রে খবর ধৃতকে জেরা করার পরেই ঘটনার বিস্তারিত জানা যাবে। তবে এই ঘটনার তদন্ত শুরু করছে মুরারই থানার পুলিশ। এর আগেও বহুবার বীরভূমের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে বিস্ফোরক ভরতি লরি। ঘটনায় কিছুটা হলেও চাঞ্চল্য ছরিয়েছে এলাকায়।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট