“তুমি যত বড়ই তারকা হও না কেন, আমি তোমাকে বিয়ে করবই” মিমিকে জীবনসঙ্গী করার দৃঢ় সংকল্প করেছেন এক অনুরাগী

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্ক: প্রিয় তারকাদের নিয়ে তাদের ভক্তদের অনেক রকমের ভাবনা থাকে। এবার সেইরকমই এক ভাবনার কথা জানালেন মিমি ভক্ত। টলি তারকা এবং সংসদ সদস্য মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন তারই এক অনুরাগী।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে অনুরাগীদের সাথে একটি ‘কিউঅ্যান্ডএ সেশন’ করেন মিমি (Mimi Chakraborty)। সবাই সবার মত তাদের প্রিয় তারকাকে নানা প্রশ্ন করতে থাকে। সেই সব প্রশ্নের উত্তরও দেন মিমি। এইরকম কিছুক্ষণ চলার পরেই একজন লেখেন, ‘তুমি যত বড় তারকাই হও না কেন, তোমাকে আমি বিয়ে করবই’।

a fan wants to marry tollywood actress mimi chakraborty

এর উত্তরে অভিনেত্রী সেরকম কিছুই বলেন নি। শুধু ‘মুঝসে শাদি করোগি’ এই কথাটি জুড়ে দিয়েছেন নিজের স্টোরিতে। অর্থাৎ বুঝিয়ে দিয়েছেন ঘটনাটি পুরোটা মজার ছলেই নিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস