আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ ফের বেতন বৃদ্ধি হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের৷ দিওয়ালির পর এই নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের দ্বিতীয়বার বেতনবৃদ্ধি হতে চলেছে।
চলতি মাসের শেষের দিকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে প্রায় ৫০ লক্ষ সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি পেতে চলেছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের পরবর্তী ক্যাবিনেট বৈঠকের পরই এই সিদ্ধান্ত গৃহীত হবে।
সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে ভারতীয় রেলের নন গেজেটেড মেডিক্যাল স্টাফদের পদন্নোতির সাথে সাথে ২১ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি হতে পারে। এছাড়াও জানা গিয়েছে, এইচআরএ, ডিএ, টিএ-র মতো একাধিক ভাতাও বৃদ্ধি পাবে।