74th Independence Day 2020: ৭৪ তম স্বাধীনতা দিবসে দেশকে আত্মনির্ভর হওয়ার বার্তা প্রধানমন্ত্রীর

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ সমস্ত দেশবাসী আজ ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করছে। আজ প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে রাজঘাটে মহাত্মা গান্ধির স্মৃতিশৌধে শ্রদ্ধা জানান৷ তারপর তিনি লালকেল্লায় পৌঁছন। এবং সেখানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান। লাল কেল্লায় সকাল ৭ টা ২৮ মিনিটে পতাকা উত্তোলন করেন।

স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে স্বয়ং প্রধান মন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে প্রথমেই সমস্ত দেশবাসীকে অভিনন্দন জানান, স্বাধীনতাসংগ্রামী ও শহিদদের প্রণাম জানান, দেশের নিরাপত্তার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে প্রনাম জানান ও কোভিড যোদ্ধাদের প্রণাম জানান।

তিনি জানান করোনা যুদ্ধে ভারত জিতবেই। এছাড়াও ভারতকে আত্ম নির্ভর হওয়ার ডাক দিলেন। তিনি আজ তিনি ভোকাল ফর লোকালের বার্তা দেন। তবে আজ করোনা সংক্রান্ত বিধি নিষেধ মেনে এবারের স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠান আয়োজন করা হয়।

সম্পর্কিত পোস্টগুলি

আমাদের ফলো করুন

3,920FansLike
47SubscribersSubscribe

না পড়লেই মিস