আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ করোনা মহামারীর কারণে বিশ্বজুড়ে প্রচুর লোক তাদের চাকরি হারিয়েছেন। অর্থনৈতিক দিক থেকে প্রচুর ক্ষতি হয়েছে। এখনও অনেক মানুষ চাকরি সংকটে রয়েছেন। এরই মধ্যে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ এর মধ্যে বিশ্বজুড়ে প্রতি ১০ জনের মধ্যে কমপক্ষে ৬ জন চাকরি হারাবেন। কারণ, এবার মানুষের পরিবর্তে যন্ত্র দিয়ে কাজ করার প্রবণতা বাড়বে। একটা কাজ সম্পূর্ন করতে মানুষ ও যন্ত্র একই সময় খরচ করবে।
১৯ টি দেশে প্রায় ৩২ হাজার কর্মীর উপর এই সমীক্ষা করা হয়। সমীক্ষা অনুযায়ী, প্রায় ৪০ শতাংশ কর্মী মনে করেন আগামী ৫ বছরের মধ্যে তাঁরা চাকরি হারাবেন। অন্যদিকে ৫৬ শতাংশ মানুষ মনে করেন খুব কম সংখ্যক মানুষই দীর্ঘমেয়াদী চাকরি করবেন। ৬০ শতাংশেরও বেশি মানুষ তাদের চাকরি সুরক্ষিত করার জন্য সরকারকে আবেদন করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, লকডাউন চলাকালীন ৮০ শতাংশ মানুষ নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নিতে শিখেছেন। কিন্তু এই যন্ত্রের উপর ক্রমশ নির্ভরতা প্রায় ৮৫ মিলিয়ন চাকরি বন্ধ করতে পারে। অন্যদিকে সুখবর যন্ত্রই ৯৭ মিলিয়ন নতুন চাকরির ব্যবস্থা করবে।