Homeবিবিধকরোনা সংক্রমণ রুখতে সপ্তাহে মাত্র ৫ দিন খুলবে অফিস ও বাজার, বড়...

করোনা সংক্রমণ রুখতে সপ্তাহে মাত্র ৫ দিন খুলবে অফিস ও বাজার, বড় সিদ্ধান্ত যোগী সরকারের

আউটলাইন বাংলা ডেস্কঃ দেশে করোনা সংক্রমণ ক্রমশ বেড়েই চলেছে, নানা পদ্ধতি অবলম্বন করেও কোনো ভাবেই রোখা যাচ্ছে না করোনার সংক্রমণ। দেশের এমন কঠিন পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করোনা মোকাবিলার জন্য নতুন পদক্ষেপ নিলেন, সঙ্গে নতুন গাইডলাইন তৈরি করেছেন। করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত শুক্রবার থেকে একটানা ৫৫ ঘণ্টা লকডাউনের জারি করে ছিল যোগী সরকার, এই সময়সীমা সোমবার ভোর ৫টায় শেষ হচ্ছ,

সুত্রের খবর অনুযায়ী এই লকডাউনের পরেও করোনার সংক্রমণের দৌরাত্ম্যে লাগাম টানতে এবার থেকে সপ্তাহে মাত্র ৫ দিন বাজার ও অফিস খোলা থাকবে। তবে অত্যাবশকীয় পন্যের পরিষেবা সপ্তাহে প্রতিদিন চালু থাকবে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সংক্রমণ বেড়ে চলায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোভিড ম্যানেজমেন্ট টিম-১১-এর সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গিয়েছে সপ্তাহের শনিবার ও রবিবার সমস্ত পরিষেবা বন্ধ থাকবে, এবং ওই দু দিন সমস্ত জায়গায় স্যানিটাইজেশন করা হবে। উত্তরপ্রদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৫,০৯২, এবং সুস্থ্য হয়েছেন ২২,৬৮৯।

এই মুহূর্তে