আউটলাইন বাংলা ডেস্ক: সোমবার শোপিয়ান জেলায় নিরাপত্তারক্ষীদের সাথে সংঘর্ষে জম্মু-কাশ্মীরের সেনাবাহিনী বড় সাফল্য পেল। সংঘর্ষে খতম হয়েছে তিন জঙ্গি, যার মধ্যে দুজন পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবারের সদস্য।
সেনাবাহিনীর মতে, এখনও দুই জঙ্গি আটকে রয়েছে। ভারতীয় সেনার চিনার কোর জানিয়েছেন, মোট তিন জঙ্গিকে খতম করা হয়েছে। এই মাসেই শোপিয়ান জেলায় লাগাতার সংঘর্ষে জইশ-ই-মহম্মদের কমান্ডার সাজ্জাদ আফগানি নিহত হয়। জানা গেছে ওই জঙ্গি যুবকদের মগজ ধোলাই করে জঙ্গি সংগঠনে টেনে আনত। এই মৃত্যুর পর সেই সংগঠন বড়সড় ধাক্কা পেয়েছে বলে মনে করা হয়।
এইভাবে পরপর জঙ্গি নিহত হওয়ার ঘটনায় কাশ্মীরে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি কোণঠাসা। অন্যদিকে, কাশ্মীরে বারবার সন্ত্রাসহানার ঘটনার তীব্র নিন্দা করেছে আমেরিকা। এমনকি তা নিয়ে বক্তব্য রেখেছেন মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র নেড প্রাইস। এই সন্ত্রাস হামলায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, “নিয়ন্ত্রণরেখায় যে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করছে তাদের কাজের তীব্র নিন্দা করছি আমরা। কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি আলোচনার পক্ষে আমেরিকা।”