Outlinebangla Desk: জনগণের করের টাকায় ব্রেকফাস্টের খরচ মেটানোর অভিযোগ উঠল ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিনের বিরুদ্ধে। এই নিয়ে ফিনল্যান্ডের পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে ব্রেকফাস্ট বাবদ প্রায় ২৬ হাজার টাকা ঘরে তুলেছেন তিনি। যা আইন বিরুদ্ধ। ২০১৯ সালে ডিসেম্বরে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পদে বসেন তিনি।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, মেরিনের আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা পারিবারিক কাজে কেউ এত অর্থ খরচ করেনি। অন্যদিকে স্থানীয় একটি ট্যাবলয়েডের প্রতিবেদনে আইন বিশেষজ্ঞরা বলেছেন, প্রধানমন্ত্রীর খাওয়া-দাওয়ার খরচ জনগণের করের টাকা থেকে কাটবে এমন কোথাও লেখা নেই। এই নিয়ে বিতর্কে পড়বেন সানা।
টুইটারে সানা মারিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই সুবিধা চান নি কিংবা এ বিষয়ে সিদ্ধান্তে তিনি জড়িত ছিলেন না। তিনি আরও বলেন, তাঁর আগের প্রধানমন্ত্রীরাও এই সুবিধা পেয়েছেন। তবে এই ঘটনা আইন বিরুদ্ধ প্রমাণ হলে তিনি আর টাকা সরকারি কোষাগার থেকে নেবেন না।