Homeবিবিধছত্তিশগড়ে মাওবাদী হামলায় শহিদ ২২ জওয়ান

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় শহিদ ২২ জওয়ান

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ গতকাল অর্থাৎ শনিবার ছত্তিশগড়ের বিজাপুর এলাকার তেররামের জঙ্গলে মাওবাদী সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই হয়। এই ঘটনার পর থেকেই বেশ কিছু জওয়ানের খোঁজ মিলেনি এমনটাই জানিয়েছিলেন আধিকারিকরা।

সংবাদ মাধ্যম সুত্রে খবর, জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ২২ জওয়ান। যার মধ্যে সিআরপিএফের ৭ জন জওয়ান রয়েছেন। এবং গতকাল নিরাপত্তা বাহিনীর ৫ জওয়ান শহিদ হন। আজ সকাল পর্যন্ত ২১ জন জওয়ান নিখোঁজ ছিলেন। পরে আরও ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

ছত্তিশগড়ের ডিজিপি জানান, মাওবাদী খোঁজে যৌথ অভিযান চালাচ্ছিল সিআরপিএফের কোবরা বাহিনী, ডিআরজি এবং এসটিএফ। এদিন বিজাপুরের পাশাপাশি রাইপুরেও মাওবাদীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়। এবং তারপরই জোনগুদা গ্রামের কাছে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়ে যায়। চলতে থাকে এনকাউন্টারের পর এনকাউন্টার। তবে পুলিশ সুত্রে জানা গিয়েছে, আরও মৃত্যুর আসঙ্কা করা হচ্ছে। এবং ওই জঙ্গলে একটা বড় টিম পাঠানো হয়েছে।

এই মুহূর্তে