আউটলাইন বাংলা ডেস্কঃ আসন্ন বিধানসভা নির্বাচন (Vidhansabha Election 2021) কথা মাথায় রেখে পুজোর আগেই শিলিগুড়িতে বড়সড় সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল স্বরাষ্টমন্ত্রী অমিত শাহের(Amit Shah)। কিন্তু গতকাল অর্থাৎ বুধবার কেন্দ্রীয় মন্ত্রক রাজ্য বিজেপিকে সাংগঠনিক বৈঠক বাতিলের কথা জানিয়ে দেয়। অর্থাৎ বাংলা সফর বাতিল করলেন স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ(Amit Shah)।
জানা গিয়েছে অমিত শাহ বাংলা সফর বাতিল করলেও, সাংগঠনিক বৈঠক বাতিল হচ্ছে না। আমিত শাহর পরিবর্তে আগামী ১৭ অক্টোবর সাংগঠনিক বৈঠক আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের গুরুত্বপূর্ণ কাজের জন্য অমিত শাহের শিলিগুড়িতে সফরে আসতে পারবেন না।
বিধানসভা নির্বাচনে (Vidhansabha Election 2021) বাংলাকেই পাখির চোখ করবেন আমিত শাহ। তাই বাংলা জয়ের লক্ষ্যে নিজ কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন তিনি। সুত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে পুজো মিটলে বাংলা সফরে আসতে পারেন অমিত শাহ! বাংলার নেতাদের সঙ্গে কথাও বলবেন।