Friday, March 31, 2023

মর্মান্তিক মৃত্যু, হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে অক্সিজেনের অভাবে প্রান হারালেন ২০ করোনা রোগী

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ অক্সিজেনের অভাবে (Oxygen Shortage) প্রতিদিন একের পর এক করোনা রোগীর (Coronavirus Positive) প্রান হারাচ্ছে। এমনই ভয়াবহ ঘটনা ঘটেছে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে (Jaipur Golden Hospital Delhi)। সুত্রের খবর অনুযায়ী জানাগিয়েছে গত শুক্রবার হাসপাতালের বিছানায় শুয়ে অক্সিজেনের অভাবে (Oxygen Shortage) ২০ জন করোনা রোগীর প্রান হারিয়েছে।

এমন দুঃখজনক ঘটনার পর জয়পুর গোল্ডেন হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর, ডক্টর ডি কে বালুজা জানিয়েছেন, গত কাল রাতে অক্সিজেনের অভাবে ২০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এছাড়াও তিনি জানিয়েছেন, এখন পর্যন্ত ২১০ জন করোনা রোগী রয়েছে। সংকটজনক পরিস্থিতির মধ্যে যে পরিমাণ অক্সিজেন রয়েছে তাতে শনিবার সকাল ১০.৪৫ পর্যন্তই চলবে বলে জানিয়েছেন তিনি। তাঁর কোথায় গত শুক্রবার আমাদের ৩,৬০০ লিটার অক্সিজেন পাওয়ার কথা ছিল। কিন্তু আমরা রাত ১২টায় ১,৫০০ লিটার অক্সিজেন পেয়েছি।

দিল্লিতে করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ (Coronavirus 2nd Wave) শুরু হওয়ার পর থেকেই অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। এমন পরিস্থিতির শুরুতেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও কেন্দ্রের কাছে বাড়বার আবেদন করেছে অক্সিজেনের ঘাটতি নিয়ে।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট