Friday, March 24, 2023

বড় সাফল্য পুলিশের, উদ্ধার ১১ টি চুরি যাওয়া বাইক

নিজস্ব প্রতিবেদনঃ বীরভূমঃ বাইক চুরি আজকাল সাধারন ঘটনা হয়ে উঠেছে। হাজার থানা পুলিশ করলেও চুরি যাওয়া মোটরসাইকেল ফিরে পাওয়ার সম্ভবনা খুব কম। এমন সময় বড়সড় মোটরসাইকেল চুরি চক্রের হদিশ পেল পুলিশ। চক্রের এক সাগরেদকে জেরা করে এই চক্রের কিনারা করল পুলিশ। ঘটনাটি বীরভূমের মুরারই এর ।

মুরারই থানার ধুতুরা গ্রামের মহম্মদ তাসাউল্লা সেখ নামে মোটরসাইকেল চুরি চক্রের এক জনকে গ্রেফতার করে এই মোটরসাইকেল চুরির চক্রের হদিশ পায় পুলিশ। ধৃতকে জেরা করে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এগারোটি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। চুরি যাওয়া মোটরসাইকেল গুলি উদ্ধার করেছে বীরভূমের মুরারই থানার পুলিশ। উদ্ধার হওয়া মোটরসাইকেল গুলি ফেরত দেওয়া হচ্ছে মালিকদের হাতে। পুলিশ এই চুরি চক্রের বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ।

থানা থেকে জানানো হয়েছে যে ১১ টি বাইক উদ্ধার করা হয়েছে সেগুলি মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। তল্লাশি চলছে, আরও যারা জড়িত আছে তাদের খুজে বের করা হবে। পুলিশের ভুমিকায় খুশি মোটরসাইকেল মালিক এবং স্থানীয় মানুষেরা।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট