Friday, March 24, 2023

লকডাউন না মানায় আটক ১০০

রিন্টু পাঁজা, বীরভূম: করোনা ভাইরাসের জেরে রাজ্য সরকার ঘোষিত সাপ্তাহিক লক ডাউনের আজ আগস্ট মাসের শেষ লক ডাউনে বীরভূম জেলা জুড়ে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সদর শহর সিউড়ি,বোলপুর ও রামপুরহাট এই তিনটি মহকুমা এলাকায় পুলিশের নাকা চেকিং শুরু হয়, চলে ধরপাকড়।

বিনাকারণে যারা রাস্তায় বেরিয়েছিলেন তাদের কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, তারা সঠিক তথ্য দিতে না পারলে তাদেরকে আটক করা হয়। রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সৌমজিৎ বড়ুয়ার নেতৃত্বে চলে টহলদারি। রামপুরহাট মহকুমা এলাকায় লকডাউন না মানায় প্রায় ১০০ জনকে আটক করে পুলিশ, বলে জানিয়েছেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক।

এছাড়াও রামপুরহাটের ১৪ নম্বর ওয়ার্ডের রেলপাড় বাজারে এলাকায় কিছু দোকান খোলা থাকার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেই স্থানে রওনা দেন রামপুরহাট মহাকুমা পুলিশ আধিকারিক সৌম্যাজিত বড়ুয়া। সেখানে গিয়ে বেশকিছু দোকান খোলা রয়েছে দেখেন তারপর সেখানে দোকানদারকে আটক করেন। এ ছাড়াও যে সমস্ত মানুষ জন বিনা মাস্কে রাস্তায় বেরিয়েছিলেন তাদের কে ধরপাকড় করা হয়েছে। সব মিলিয়ে জেলা জুড়ে পুলিশি তৎপরতায় সফল লকডাউন।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,910FansLike

সর্বশেষ আপডেট