Monday, March 27, 2023

করোনা পরিস্থিতিতে বেড়েছে নারী নির্যাতন, দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আউটলাইন বাংলা ডিজিটাল ডেস্কঃ বিশ্বে নারী নিগ্রহের ঘটনা বেড়েই চলেছে। তা নিয়ে চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা পরিস্থিতিতে সবকিছু কমলেও বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর যৌন নিগ্রহের দাঁড়ি পড়েনি। এর সাথে আছে শিশু নিগ্রহের মতো ঘটনাও।

সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, বিশ্বব্যাপী প্রতি তিন জন মহিলার মধ্যে একজন শারীরিক ও যৌন নিগ্রহের শিকার হয়। করোনা পরিস্থিতিতে এর মাত্রা দ্বিগুণ বেড়ে গেছে। হু-র ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রেয়সাস জানিয়েছেন, বিশ্বের সব দেশেই নারী অত্যাচার বাড়ছে। লকডাউন চলাকালীন লক্ষাধিক মহিলা ও তাঁদের পরিবার আক্রান্ত হয়েছে। রিপোর্ট থেকে জানা গেছে, অনেক সময় অপরাধ চাপা দেওয়ার কারণে অনেক ঘটনা অজানা থেকে যায়।

সমীক্ষা থেকে জানা গেছে, এই ধরনের ঘটনায় অনেক সময় মূল অভিযুক্ত হয় মহিলার স্বামী। উন্নয়নশীল দেশগুলিতে এই ধরনের ঘটনা দিনের পর দিন বাড়ছে। কিন্তু বিশ্বব্যাপী এই নারী নির্যাতনের ঘটনা বন্ধ হওয়া উচিত। আরও সচেতনতা বৃদ্ধি করা উচিত। এই ধরণের অপরাধ বন্ধ করার জন্য সব দেশের সরকারকে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সম্পর্কিত পোস্ট

Stay Connected

3,914FansLike

সর্বশেষ আপডেট